Top খবর

NRC করতে দেব না- রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে হুশিয়ারি মমতার

 

পশ্চিমবঙ্গে এনআরসি মেনে নেওয়া হবে না। যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের উদ্দেশ্য বলছি আমি জীবন দিতে তৈরি, কিন্তু দেশ ভাগ করতে দেব না। আমার ওপর ভরসা রাখুন৷ আপনারা শান্তিতে থাকুন৷ কারও কথা শুনবেন না৷
কিছু কিছু গদ্দার দলের আমরা লড়ছি, আমরা এজেন্সির লড়ছি। আমরা লড়ার জন্য তৈরি৷ আমরা মাথা ঝোঁকাব না।
কেউ কেউ বিজেপির থেকে টাকা নিয়ে বলে বেড়ায় ভোট ভাঙিয়ে দেব৷ আর এক বছর বাকি ভোটের৷ কে ক্ষমতায় আসবে, সেটা বিচার করুন এখন৷

ইদের সকালে রেড রোড থেকে রাজ্যবাসীকে সৌভ্রাতৃত্বেরও বার্তা দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি যাতে অটুট থাকে, তার জন্য সকলকে একত্রিত হয়ে থাকার বার্তা দেন তিনি। বলেন, “আমাদের বাংলার এটাই বিশেষত্ব যে, আমাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ এতটাই, যে কোনও উৎসব একসঙ্গে পালন করি। ইদ, দুর্গাপুজো বা ক্রিসমাস কোথাও কোনও ভাগাভাগি নেই।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *