কেন্দ্রীয় Govt চাকরী

প্রতিরক্ষা মন্ত্রকে গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি

ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- স্টাফ কার ড্রাইভার

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-১.স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২.মোটর মেকানিজমের জ্ঞান (প্রার্থীদের গাড়িতে সাধারণ ত্রুটি সারাতে হবে)।
৩.নামকরা প্রতিষ্ঠানে অন্তত 3 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা।
৪. এছাড়া হোম গার্ড বা সিভিল ভলান্টিয়ার হিসেবে অন্তত 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়

বয়সসীমা:- 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৫৩,২০০ টাকা

 

আবেদন প্রক্রিয়া :- নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রটি পাঠাতে হবে Officer Commanding ,756 (l) Tpt Pl ASC (Civ CT), Fort Saint George, Chennai – 600 009 ঠিকানায়। আগামী 2 এপ্রিলের মধ্যে সেটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাওয়া চাই।

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ০২/০৪/২০২১

অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

1 Comment

  1. Vill-Rajkishor tola PO-Sambal pur PS-Ratua Dis-Malda PNN No-732125

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *