
ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- স্টাফ কার ড্রাইভার
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-১.স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২.মোটর মেকানিজমের জ্ঞান (প্রার্থীদের গাড়িতে সাধারণ ত্রুটি সারাতে হবে)।
৩.নামকরা প্রতিষ্ঠানে অন্তত 3 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা।
৪. এছাড়া হোম গার্ড বা সিভিল ভলান্টিয়ার হিসেবে অন্তত 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়
বয়সসীমা:- 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৫৩,২০০ টাকা
আবেদন প্রক্রিয়া :- নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রটি পাঠাতে হবে Officer Commanding ,756 (l) Tpt Pl ASC (Civ CT), Fort Saint George, Chennai – 600 009 ঠিকানায়। আগামী 2 এপ্রিলের মধ্যে সেটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাওয়া চাই।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ০২/০৪/২০২১
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply
Vill-Rajkishor tola PO-Sambal pur PS-Ratua Dis-Malda PNN No-732125