
রাজ্যের দুইটি জেলায় মুর্শিদাবাদ ও নদীয়া তে মিড – ডে – মিল প্রকল্পের গ্রুপ – সি পদে বেশকিছু শূন্য স্থানে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর।
• বেতন :- (13,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে। প্রার্থীদের আবেদনপত্রটি পূরণ করে সাথে জরুরী ডকুমেন্ট সহ অডিনারি পোষ্টের মাধ্যমে নির্দিষ্ট ব্লক অফিসের ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে। যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও কম্পিউটার সার্টিফিকেট লাগবে। আবেদনপত্রটি যে খামে ভরে পাঠাবেন তার ওপরে বড় হাতের অক্ষর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF DATA ENTRY OPERATOR ”
• নদীয়া জেলার করিমপুর ব্লক অফিসের আবেদনের শেষ তারিখ ও সময় :- 20/08/2021 সকাল 11 টা থেকে 4 টা পর্যন্ত।
• মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ব্লক অফিসের আবেদনের শেষ তারিখ ও সময় :- 20/08/2021 সকাল 11 টা থেকে 5 টা পর্যন্ত।