পশ্চিমবঙ্গের চাকরী

মিড- ডে- মিল প্রকল্পে গ্রূপ-সি পদে প্রার্থী নিয়োগ

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী- ১ ডেভলপমেন্ট ব্লকে মিড- ডে- মিল প্রকল্পে গ্রূপ-সি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর।

 

• শূন্য পদের সংখ্যা :- 1 টি।

 

• বেতন :- (11,000/-) প্রতিমাসে।

 

• শিক্ষাগত যোগ্যতা :- উক্ত পদের জন্য প্রার্থীকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।

 

• বয়স সীমা :- ০১/০৯/২০২০ এর হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

 

• আবেদন পদ্ধতি :- উক্ত পদের জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।প্রার্থীদের অনলাইনের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেটিকে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি খামে মুখ বন্ধ করেমুখবন্ধ খামের ওপর “APPLICATION FOR THE POST OF DEO (CMDMP)” অবশ্যই লিখে দিতে হবে) সংশ্লিষ্ট BDO অফিসের ড্রপবক্সে সরাসরি জমা দিতে হবে সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত।

 

• আবেদনের তারিখ ও সময় :- 22/09/2021 – 24/09/2021 বিকেল 5 টা পর্যন্ত।

 

• আবেদনের ঠিকানা :- To Block Development Officer, Purbasthali-I Development Block, Srirampur, Purba Bardhaman

 

• প্রয়োজনীয় ডকুমেন্টস :-

১/ বয়সের শংসাপত্র।
২/ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
৩/ কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট।
৪/ আধার/ ভোটার/ রেশন কার্ড
৫/ 3 কপি পাসপোর্ট সাইজ ছবি (1 কপি অ্যাপ্লিকেশনের সঙ্গে ও 2 কপি আলাদাভাবে)
উপরোক্ত নথিপত্রের জেরক্স কপি সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।

 

• নিয়োগ পদ্ধতি :- উক্ত পদে মোট তিনটি ধাপে পরীক্ষামূলক পদ্ধতি দ্বারা প্রার্থী নিয়োগ করা হবে।প্রথমে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, পরে ৩৫ নম্বরের কম্পিউটার টেস্ট এবং শেষে ১৫ নম্বর এর মৌখিক পরীক্ষার হবে।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://purbabardhaman.nic.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...