
ভারত সরকারের জাহাজ নির্মাণ কারখানায় ITI পাস সহ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশে ১৩৮৮ শূন্যপদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- ইলেকট্রিশিয়ান।
• শূন্য পদের সংখ্যা :- ২০৮ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- স্বীকৃত কোন বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। এবং ইলেকট্রিশিয়ান এর ওপর এপ্রেন্টিস করতে হবে।
২/পদের নাম :- ইলেকট্রনিক মেকানিক ।
• শূন্য পদের সংখ্যা :- ৫৫ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং ইলেকট্রিক মেকানিক/ ইলেকট্রনিক মেকানিক/মেকানিক রেডিও ও মেকানিক এয়ারক্রাফট / মেকানিক টেলিভিশন/ মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স সিস্টেম/ মেকানিক কমিউনিকেশন কুইক পেমেন্ট মেইনটেনেন্স /মেকানিক রেডিও-টিভিতে এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
৩/ পদের নাম :- ফিটার।
• শূন্য পদের সংখ্যা :- ১১৯ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং ফিটার /মেরিন ইঞ্জিনিয়ার ফিটার / শিপরাইট তেএপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে।MDL / শিপ – বিল্ড ইন্ডাস্ট্রিতে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪/ পদের নাম :- মেশিনিস্ট
• শূন্য পদের সংখ্যা :- ২৮ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং মেশিনিস্ট এ জাতীয় এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
৫/পদের নাম :- কার্পেন্টার।
• শূন্য পদের সংখ্যা :- ৮১টি।
• শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাস এবং কার্পেন্টার /শিপরাইটিং তে জাতীয় এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
৬/ পদের নাম :- পেইন্টার।
• শূন্য পদের সংখ্যা :- ১০০ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাস এবং পেইন্টার/মেরিন প্রিন্টারে তে জাতীয় এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
৭/ পদের নাম :- জুনিয়ার ড্রাফটসম্যান (মেডিকেল)
• শূন্য পদের সংখ্যা :- ২ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং সিভিল সিস্টেমের ওপর জাতীয় এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
৮/ পদের নাম :- গ্যাস কাটার ।
• শূন্য পদের সংখ্যা :- ৩৮ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং ফিটার/ ফেব্রিকেটর/ কম্পোজিট ওয়েল্ডার এ জাতীয় এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
৯/পদের নাম :- পাইপ ফিটার।
• শূন্য পদের সংখ্যা :- ১৪০ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং পাইপ ফিটার অথবা প্লাম্বারের এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে।MDL / শিপ – বিল্ড ইন্ডাস্ট্রিতে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১০/পদের নাম :- স্টোর কিপার।
• শূন্য পদের সংখ্যা :- ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স শিপ বিল্ডিং, ইন্সট্রুমেন্টেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।উপরিউক্ত শিক্ষা যোগ্যতা হিসেবে হোটেল ম্যানেজমেন্ট অথবা কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
১১/ পদের নাম :- প্যারামেডিক্স ।
• শূন্য পদের সংখ্যা :- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা :- যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর তিন বছরের নার্সিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
১২/ পদের নাম :- AC. Ref.Mechanic
• শূন্য পদের সংখ্যা :- ৫ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং এয়ারকন্ডিশনিং /মেকানিক রিফ্রেজারেশন এবং এয়ারকন্ডিশন এ পাশের সার্টিফিকেট থাকতে হবে।
১৩/ পদের নাম :- কম্প্রেশন এটেনডেন্ট ।
• শূন্য পদের সংখ্যা :- ৫ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং মিলরাইট মেকানিক এMDL / শিপ – বিল্ড ইন্ডাস্ট্রিতে কম্প্রেশন এটেনডেন্ট হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১৪/ পদের নাম :- চিপার গ্রাইন্ডার ।
• শূন্য পদের সংখ্যা :- ১৩ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং NAC সংস্থা তে চিপার গ্রাইন্ডার হিসেবে MDL / শিপ – বিল্ড ইন্ডাস্ট্রিতে কম্প্রেশন এটেনডেন্ট হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১৫/ পদের নাম :- কম্পোসাইট ওয়েল্ডার্স ।
• শূন্য পদের সংখ্যা :- ১৩২ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস এবং welder/ TIG &MIG welder/Advance welder/ Gas Cutter এ জাতীয় এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
১৬/ পদের নাম :- ডিজেল ক্রেন অপারেটর ।
• শূন্য পদের সংখ্যা :- ৫ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং ডিজেল মেকানিক পরীক্ষারএপ্রেন্টিস সার্টিফিকেট সঙ্গে বৈধ ভাড়ি গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
১৭/ পদের নাম :- ডিজেল পাম্প মোটর মেকানিক।
• শূন্য পদের সংখ্যা :- ৪ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং ডিজেল মেকানিক / মোটর ভেহিকেল মেকানিক/মেকানিক ডিজেল তে জাতীয় এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
১৮/ পদের নাম :- Jr.QC inspector।
• শূন্য পদের সংখ্যা :- ১৩ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং মেকানিক্যাল/শিপ বিল্ডিং অথবা মেরিন ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১৯/ পদের নাম :- মিলরাইট মেকানিক।
• শূন্য পদের সংখ্যা :- ১০ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং মিলরাইট মেকানিক / মেকানিক মেশিন টুল মেনটেনেন্স এ জাতীয় এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
২০/পদের নাম :- রিগার ।
• শূন্য পদের সংখ্যা :- ৮৮ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস এবং রিগারে জাতীয় এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
২১/ পদের নাম :- স্ট্রাকচারাল ফেব্রিকেটর।
• শূন্য পদের সংখ্যা :- ১২৫ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং স্ট্রাকচারাল ফিটার/ ফেব্রিকেটর এ জাতীয় এপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে।
২২/পদের নাম :- ইউটিলিটি হ্যান্ড।
• শূন্য পদের সংখ্যা :- ১৪ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- ফিটার ট্রেড থেকে ইউটিলিটি হ্যান্ডে এর প্রার্থী নির্বাচিত হবে এবং গ্যাস/ওয়েল্ডিং প্ল্যান এর ওপর দু মাসের ট্রেনিং থাকতে হবে।
২৩/ পদের নাম :- প্লেনার এস্টিমেটর।(মেকানিক্যাল)
• শূন্য পদের সংখ্যা :- ৪ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স শিপ বিল্ডিং, মেরিন ইঞ্জিনিয়ারিং এর উপর তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
২৪/পদের নাম :- প্লেনার এস্টিমেটর।(ইলেকট্রিক্যাল)
• শূন্য পদের সংখ্যা :- ৪ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবং ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স শিপ বিল্ডিং, মেরিন ইঞ্জিনিয়ারিং এর উপর তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
২৫/ পদের নাম :- ইউটিলিটি হ্যান্ড।(সেমি – স্কিলড)
• শূন্য পদের সংখ্যা :- ১৩৫ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা সমতুল্য কোন সরকারি অধীনে পাস করতে হবে, এবংNCA এবং শিপ-বিল্ডিং ইন্ডাস্ট্রিতে ইউটিলিটি এর ওপরে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- ১/৬/২০২১ সময় অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে ।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- ৪/০৭/২০২১
• আবেদন ফি :- ১০০ টাকা ।
• নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের সমস্ত ডকুমেন্টস এর উপর শর্ট লিস্ট তৈরি করে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, অনলাইনে লিখিত পরীক্ষা, অভিজ্ঞতা, ও ট্রেড টেস্ট এর উপর নির্ভর করে ফাইনাল লিস্ট বের করা হবে এবং প্রার্থী নির্বাচন করা হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website)-https://mazagondock.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply
I m soumen goswami my contact number9832875738