
মাধ্যমিক পাশে 5 টি শূন্যস্থানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো-
১/ পদের নাম :- স্টাফ নার্স।
• শূন্য পদের সংখ্যা:- 1 টি।(ST)
• শিক্ষাগত যোগ্যতা :- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে নারেল নার্সিং ডিপ্লোমা(GNM Nursing) ও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- আর্থিক বয়স 30 বছরের নিচে হতে হবে।
২/ পদের নাম :- লাইব্রেরিয়ান ।
• শূন্য পদের সংখ্যা:- 1 টি।(UR)
• শিক্ষাগত যোগ্যতা :-লাইব্রেরী সাইন্সে মাস্টার্স ডিগ্রি বা সমতুল্য কোন ডিগ্রি সাথে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভের সফট্ওয়ারে ভালো অভিজ্ঞতা এবং হিন্দি ভাষায় দক্ষতা থাকতে হবে।
• বয়স সীমা :- আর্থিক বয়স 30 বছরের নিচে হতে হবে।
৩/ পদের নাম :- স্টেনোগ্রাফার GR – ।।।
• শূন্য পদের সংখ্যা:- 1 টি।(UR -১)
• শিক্ষাগত যোগ্যতা :- শর্টহ্যান্ড এ গ্রাজুয়েট এর সঙ্গে মিনিটে 80 টি শব্দ লেখার দক্ষতা এবং টাইপিং এর প্রতি মিনিটে 30 টি শব্দ লেখার দক্ষতা অথবা শর্টহ্যান্ড এবং টাইপরাইটিং এর স্নাতক সঙ্গে প্রতি মিনিটে 100/40 টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে, এবং দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
• বয়স সীমা :- আর্থিক বয়স 27 বছরের নিচে হতে হবে।
৪/ পদের নাম :- সার্জিক্যাল বুট মেকার GR – ।।।
• শূন্য পদের সংখ্যা:- 1 টি।(UR -১)
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস অথবা লেদারগুডস মেকারে ITI কোর্স, এর কোর্স এর সঙ্গে লেদার ওয়ার্কার্স/ইনক্লুডিং ফুটওয়ার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- আর্থিক বয়স 27 বছরের নিচে হতে হবে।
৫/ পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
• শূন্য পদের সংখ্যা:- 1 টি।(SC)
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস ,এবং কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 30টি ,এবং হিন্দিতে 25 টি শব্দের গতি থাকতে হবে।
• বয়স সীমা :- আর্থিক বয়স 27 বছরের নিচে হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট বয়সের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্ট সহ অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- 21/06/2021
• আবেদন ফি :- আবেদন করতে প্রার্থীদের আবেদন বাবদ 300 টাকা এবং SC/ STপ্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
• আবেদন এর ঠিকানা :- Director National institute of locomotor disabilities (Divyangjan), B.T Road, Bon – Hooghly, Kolkata – 700090.
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website)-http://www.niohkol.nic.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply