
জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর, পূর্ব মেদিনীপুর অফিস চাকরীর জন্য আবেদন করতে প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে। মোট ০২ শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।প্রার্থীরা চুক্তিবদ্ধ ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে(Official Website)। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
যে সব শূন্য পদে পার্থীদের নিয়োগ হবে তা হল :- (১) LOWER DIVISION CLERK-CUM-TYPIST
২)ORDERLY
উপরে দেওয়া পদ গুলো সমন্ধে বিস্তারিত জানতে পড়ুন নিচে ↓
1. পোস্টের নাম ►) LOWER DIVISION CLERK-CUM-TYPIST
মোট শূন্য পদের সংখ্যা ►) ০১ টি শূন্য পদে পার্থী নিয়োগ করা হবে। (UR)
শিক্ষাগত যোগ্যটা ►) Madhyamik from Government recognized Board.
বেতন যথাক্রমে ►) বেতন প্রতি মাসে ১১৮০০ টাকা
বয়সসীমা ►) ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। ০১/০১/২০২০ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
2.পোস্টের নাম ►) ORDERLY
মোট শূন্য পদের সংখ্যা ►) ০১ টি শূন্য পদে পার্থী নিয়োগ করা হবে। SC)
শিক্ষাগত যোগ্যটা ►) i) Class VIII from any Government recognized School.
ii) The candidates should have the ability of reading, writing and speaking in Bengali and Hindi/ Nepali language.
বেতন যথাক্রমে ►) বেতন প্রতি মাসে ৭০০০ টাকা
বয়সসীমা ►) ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২০ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন ফি :- কোন আবেদন ফি লাগবে না ।
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে –http://www.purbamedinipur.gov.in
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -১১/০৯/২০২০
আবেদন শেষ – ২২/০৯/২০২০
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply