
LIC Housing Finance Limited এর পক্ষ থেকে মোট 6 টি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
যোগ্যএবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- অ্যাসোসিয়েট (Associate )
• শূন্য পদের সংখ্যা :- 6 টি।
• বেতন :- (50000 – 80000/-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Master in Social Work/Rural Management with minimum aggregate 55% from a recognized university. Distance learning, part-time and correspondence degrees will not be considered.
এবং পাশাপাশি কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- 1.01.2021 এর সময় অনুসারে প্রার্থীকে 23 থেকে 30 বছর বয়স হতে হবে।
আবেদন পদ্ধতি:- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের সমস্ত ডকুমেন্টস সহ ফ্রমটি পূরণ করে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের অনলাইন টেস্ট অথবা ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
• ইন্টারভিউ তারিখ :- 07/06/2021
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট(Official website) –
https://www.lichousing.com