ব্যাঙ্কে চাকরী

LIC তে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, সরাসরি ইন্টারভিউ হবে-০৭/০৬/২০২১ তারিখ

LIC Housing Finance Limited এর পক্ষ থেকে মোট 6 টি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
যোগ্যএবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- অ্যাসোসিয়েট (Associate )

 

• শূন্য পদের সংখ্যা :- 6 টি।

 

• বেতন :- (50000 – 80000/-) প্রতি মাসে ।

 

• শিক্ষাগত যোগ্যতা :- Master in Social Work/Rural Management with minimum aggregate 55% from a recognized university. Distance learning, part-time and correspondence degrees will not be considered.
এবং পাশাপাশি কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

• বয়স সীমা :- 1.01.2021 এর সময় অনুসারে প্রার্থীকে 23 থেকে 30 বছর বয়স হতে হবে।

 

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের সমস্ত ডকুমেন্টস সহ ফ্রমটি পূরণ করে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

 

• নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের অনলাইন টেস্ট অথবা ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।

 

• ইন্টারভিউ তারিখ :- 07/06/2021

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট(Official website) –
https://www.lichousing.com

অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...