
শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে ভারতীয় রেলের দুই বছরের চুক্তিভিত্তিক শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 7 টি।
• বেতন :- ( 35,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- AICTE অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে 60% নম্বরসহ BE/B.TECH সাথে সিভিল কন্ট্রাকশন অন্ততপক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই CAD এবং MS – Office সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
• বয়স সীমা :- 01/09/2021 এর সময় অনুসারে প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে ।
২/ পদের নাম :- জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
• শূন্য পদের সংখ্যা :- 7 টি।
• বেতন :- ( 30,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- AICTE অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে 60% নম্বরসহ BE/B.TECH ডিগ্রী থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই CAD এবং MS – Office সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
• বয়স সীমা :- 01/09/2021 এর সময় অনুসারে প্রার্থীর বয়স 25 বছরের মধ্যে হতে হবে ।
• আবেদন পদ্ধতি :- উক্ত পদের জন্য প্রার্থীকে আলাদাভাবে আবেদন করতে হবে না নির্দিষ্ট দিনে সরাসরি ইন্টারভিউ স্থানে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।
• ইন্টারভিউর তারিখ ও সময় :-
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – 20/09/2021 – 22/09/2021 সকাল 9.30 থেকে 1.30 পর্যন্ত।
জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – 23/09/2021 – 25/09/2021 সকাল 9.30 থেকে 1.30 পর্যন্ত।
• ইন্টারভিউর স্থান :- USBRL Project Office, Konkan Railway Corporation Limited, Satyam Complex, Marble Market Extension, Trikuta Nagar, Jammu & Kashmir ( U.T ) Pin – 180011
অফিসিয়াল ওয়েবসাইট – https://konkanrailway.com/
অফিসিয়াল PDF – PDF