পুলিশ / সেনা চাকরী

কলকাতা পুলিশে লোক নিয়োগ

কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর পদে বেশ কয়েকটি শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

 

• পদের নাম :- সাব ইন্সপেক্টর ।

• শূন্য পদের সংখ্যা :- 181 টি।

• শারীরিক যোগ্যতা :- গোর্খা, রাজবংশী, গাড়োয়াললিস,SC,ST প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 160 সেমি হতে হবে, অন্যান্য জাতির প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 167 সেমি হতে হবে।

• সকল জাতির প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি 76 সেমি হতে হবে এবং 5 সেমি প্রসারণের ক্ষমতা থাকতে হবে।

• গোর্খা, রাজবংশী, গাড়োয়াললিস,SC,ST প্রার্থীদের ক্ষেত্রে ওজন 52 কেজি হতে হবে, অন্যান্য জাতির প্রার্থীদের ক্ষেত্রে 56 কেজি হতে হবে।

 

 

• পদের নাম :- লেডি সাব ইন্সপেক্টর ।

• শূন্য পদের সংখ্যা :- 27 টি।

• শারীরিক যোগ্যতা :- গোর্খা, রাজবংশী, গাড়োয়াললিস,SC,ST প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 155 সেমি হতে হবে, অন্যান্য জাতির প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 160 সেমি হতে হবে।

• গোর্খা, রাজবংশী, গাড়োয়াললিস,SC,ST প্রার্থীদের ক্ষেত্রে ওজন 45 কেজি হতে হবে, অন্যান্য জাতির প্রার্থীদের ক্ষেত্রে 48 কেজি হতে হবে।

 

 

• পদের নাম :- সার্জেন্ট।

• শূন্য পদের সংখ্যা :- 122 টি।

• শারীরিক যোগ্যতা :- গোর্খা, রাজবংশী, গাড়োয়াললিস,SC,ST প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 163 সেমি হতে হবে, অন্যান্য জাতির প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 173 সেমি হতে হবে।

• গোর্খা, রাজবংশী, গাড়োয়াললিস,SC,ST প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি 81 সেমি হতে হবে এবং 5 সেমি প্রসারণের ক্ষমতা থাকতে হবে, অন্যান্য জাতির প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি 86 সেমি হতে হবে এবং 5 সেমি প্রসারণের ক্ষমতা থাকতে হবে

• গোর্খা, রাজবংশী, গাড়োয়াললিস,SC,ST প্রার্থীদের ক্ষেত্রে ওজন 58 কেজি হতে হবে, অন্যান্য জাতির প্রার্থীদের ক্ষেত্রে 60 কেজি হতে হবে।

• বেতন :- (৩২,১০০ – ৮২,৯০০/-) প্রতিমাসে ।

• শিক্ষাগত যোগ্যতা :- কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস হতে হবে। সেই সাথে বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে।

 

• বয়স সীমা :- ০১/০১/২০২১ এর সময় অনুসারে প্রার্থীর বয়স 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে ।

 

• ফিজিক্যাল টেস্ট :- সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের ক্ষেত্রে প্রার্থীকে 3 মিনিটে 800 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে।
এবং লেডিস সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে প্রার্থীকে দু মিনিটে 400 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে।

 

• নিয়োগ পদ্ধতি :-মোট চারটি ধাপে বাছাই করে প্রার্থী নিয়োগ করা হবে। যথা –

১/ প্রিলিমিনারি পরীক্ষা।
২/ PMT & PET
৩/ মেইন পরীক্ষা ।
৪/ পার্সোনালিটি টেস্ট।

 

• নম্বর ও বিষয় :- পরীক্ষা হবে মোট 200 নম্বরের। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর। বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই পরীক্ষা হবে। MCQ টাইপ প্রশ্ন থাকবে। থাকবে নেগেটিভ মার্কিং।জিকে তে থাকবে – 50 টি প্রশ্ন। লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং বিষয়ে থাকবে – 25 টি প্রশ্ন। এবং পাটিগণিত বিষয়ে থাকবে – 25 টি প্রশ্ন।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা সরাসরি অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

 

• আবেদনের তারিখ :- ১৯/০৭/২০২১ – ১৯/০৮/২০২১ পর্যন্ত।

 

• আবেদন ফি :- SC,ST অন্তর্ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন বাবদ 20 টাকা লাগবে। এবং অন্যান্য জাতির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 270 টাকা লাগবে।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন(Official website) –http://wbpolice.gov.in/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF

You may also like

1 Comment

  1. Name: Jayanta Mandal Father name:Gouranga Mandal Vill: Jayanti Para P.O:Beru bari Dist: Jalpaiguri Pin:735132 coll:H.S pass

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...