
কলকাতা পুলিশের 2500 টি শুন্য পদে প্রার্থী নিয়োগের আবেদন শুরু।
যোগ্যতম আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো : –
১/পদের নাম :- কনস্টেবল
শূন্য পদের সংখ্যা :- 1500 টি।
বেতন : – ( 5400 – 25200/-) প্রতি মাসে । সাথে গ্রেট পে 2600 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ ।
বয়স সীমা :- 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে 167 সেমি। ছাতি 78 সেমি এবং 5 সেমি ফুলাতে হবে। ওজন উচ্চতা এবং বয়স অনুযায়ী যথাযথ হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর জন্য উচ্চতা 160 সেমি হতে হবে । ছাতি 76 সেমি এবং 5 সেমি ফুলাতে হবে। জন উচ্চতা এবং বয়স অনুযায়ী।1600মিটার দূরত্বে দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ড এ।
২/ পদের নাম :- লেডি কনস্টেবল
শূন্য পদের সংখ্যা :-300 টি।
বেতন : – ( 5400 – 25200/-) প্রতি মাসে । সাথে গ্রেট পে 2600 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ ।
বয়স সীমা :- 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে 160 সেমি। ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের উচ্চতা 152 সেমি হতে হবে। ওজন উচ্চতা এবং বয়স অনুযায়ী যথাযথ হতে হবে।
400 মিটার দূরত্ব দৌড়াতে হবে 2 মিনিটে।
৩/ পদের নাম :- সাব ইন্সপেক্টর।
শূন্য পদের সংখ্যা :-200 টি।
বেতন : – ( 7100 – 37600/-) প্রতি মাসে । সাথে গ্রেট পে 3900 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :-গ্রাজুয়েট পাশ হতে হবে।
বয়স সীমা :- 20থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে 167 সেমি। সাথী 79 সেমি 5 সেমি ফুলাতে হবে। ওজন 51.5 কেজি।
৪/ পদের নাম :- লেডি সাব ইন্সপেক্টর।
শূন্য পদের সংখ্যা :-50 টি।
বেতন : – ( 7100 – 37600/-) প্রতি মাসে । সাথে গ্রেট পে 3900 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :-গ্রাজুয়েট পাশ হতে হবে।
বয়স সীমা :- 20থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে 160 সেমি। ওজন 45 কেজি।
৫/ পদের নাম :- সার্জেন্ট ।
শূন্য পদের সংখ্যা :- 150 টি।
বেতন : – ( 7100 – 37600/-) প্রতি মাসে । সাথে গ্রেট পে 3900 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :-গ্রাজুয়েট পাশ হতে হবে।
বয়স সীমা :- 20থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে 173সেমি। সাথী 86.36 সেমি 5 সেমি ফুলাতে হবে। ওজন 63 কেজি।
৬/ পদের নাম :- পুলিশ ড্রাইভার।
শূন্য পদের সংখ্যা :- 200 টি।
শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাস সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি :-
ট্রাভেল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য – সর্বপ্রথম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এ পাশ করলে তারপর লিখিত পরীক্ষা এবং সর্বশেষে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
সাব-ইন্সপেক্টর , লেডি সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগের জন্য – সিকাল মেজারমেন্ট টেস্ট পাশ করলে লিখিত পরীক্ষা এবং সর্বশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
tikadarsuman1@gmail.com