পুলিশ / সেনা চাকরী

কলকাতা পুলিশের 2500 টি শুন্য পদে প্রার্থী নিয়োগ

কলকাতা পুলিশের 2500 টি শুন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
যোগ্যতম আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো : –

১/পদের নাম :- কনস্টেবল

শূন্য পদের সংখ্যা :- 1500 টি।

বেতন : – ( 5400 – 25200/-) প্রতি মাসে । সাথে গ্রেট পে 2600 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ ।

বয়স সীমা :- 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে 167 সেমি। ছাতি 78 সেমি এবং 5 সেমি ফুলাতে হবে। ওজন উচ্চতা এবং বয়স অনুযায়ী যথাযথ হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর জন্য উচ্চতা 160 সেমি হতে হবে । ছাতি 76 সেমি এবং 5 সেমি ফুলাতে হবে। জন উচ্চতা এবং বয়স অনুযায়ী।1600মিটার দূরত্বে দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ড এ।

২/ পদের নাম :- লেডি কনস্টেবল

শূন্য পদের সংখ্যা :-300 টি।

বেতন : – ( 5400 – 25200/-) প্রতি মাসে । সাথে গ্রেট পে 2600 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ ।

বয়স সীমা :- 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে 160 সেমি। ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের উচ্চতা 152 সেমি হতে হবে। ওজন উচ্চতা এবং বয়স অনুযায়ী যথাযথ হতে হবে।
400 মিটার দূরত্ব দৌড়াতে হবে 2 মিনিটে।

৩/ পদের নাম :- সাব ইন্সপেক্টর।

শূন্য পদের সংখ্যা :-200 টি।

বেতন : – ( 7100 – 37600/-) প্রতি মাসে । সাথে গ্রেট পে 3900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :-গ্রাজুয়েট পাশ হতে হবে।

বয়স সীমা :- 20থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে 167 সেমি। সাথী 79 সেমি 5 সেমি ফুলাতে হবে। ওজন 51.5 কেজি।

৪/ পদের নাম :- লেডি সাব ইন্সপেক্টর।

শূন্য পদের সংখ্যা :-50 টি।

বেতন : – ( 7100 – 37600/-) প্রতি মাসে । সাথে গ্রেট পে 3900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :-গ্রাজুয়েট পাশ হতে হবে।

বয়স সীমা :- 20থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে 160 সেমি। ওজন 45 কেজি।

৫/ পদের নাম :- সার্জেন্ট ।

শূন্য পদের সংখ্যা :- 150 টি।

বেতন : – ( 7100 – 37600/-) প্রতি মাসে । সাথে গ্রেট পে 3900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা :-গ্রাজুয়েট পাশ হতে হবে।

বয়স সীমা :- 20থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে 173সেমি। সাথী 86.36 সেমি 5 সেমি ফুলাতে হবে। ওজন 63 কেজি।

৬/ পদের নাম :- পুলিশ ড্রাইভার।

শূন্য পদের সংখ্যা :- 200 টি।

শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাস সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি :-
ট্রাভেল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য – সর্বপ্রথম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এ পাশ করলে তারপর লিখিত পরীক্ষা এবং সর্বশেষে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
সাব-ইন্সপেক্টর , লেডি সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগের জন্য – সিকাল মেজারমেন্ট টেস্ট পাশ করলে লিখিত পরীক্ষা এবং সর্বশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

কর্মের দায়িত্ব :-
কনস্টেবল – ট্রাফিকের কাজ গার্ড দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ এবং বন্দীদের পাহারা দিতে হবে।

লেডি কনস্টেবল – ট্রাফিকের কাজ, আইনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ ও নিখোঁজ ব্যক্তিকে খোঁজা।

সাব ইন্সপেক্টর – বিভিন্ন মামলার তদন্ত আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন বুদ্ধিমত্তার কাজ।

লেডিস সাব-ইন্সপেক্টর – বিভিন্ন মামলার তদন্ত আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন বুদ্ধিমত্তার কাজ।

সার্জেন্ট – আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিকের দায়িত্ব ।

ড্রাইভার – গাড়ি চালানো।

খুব শীঘ্রই এর বিজ্ঞপ্তি বের হতে চলেছে। বের হলে আমদের ওয়েবসাইটের মাধ্যেমে জানিয়ে দেওয়া হবে । 

You may also like

9 Comments

  1. 98746 67435 phone no

  2. Police Driver
    Or
    Contestable

  3. Police Driver
    Or
    Constable

  4. sujondas9974@gmail.com
    Vill_ uttar kumrapara p/0_kumrapara p/s_RAIDIGI PIN _743383
    Dis_ south 24pgs

  5. Hi sir I am sudarshan patra from West bangal sir I am fit for kolkata police
    Sir please give me chance

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...