
কলকাতা জাদুঘরে মোট 5 টি শূন্য পদে কর্মী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং – 3/2021
। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে ।চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- অফিস অ্যাসিস্ট্যান্ট ।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (19,900 – 63,200/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- উচ্চমাধ্যমিক বা সমতুল্য কোন যোগ্যতা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ লেখার গতি।
• বয়স সীমা :- 09/07/2021 এর হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স 25 বছর হতে হবে।
২/ পদের নাম :-জুনিয়ার স্টেনোগ্রাফার।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (25,500 – 81,100/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- উচ্চমাধ্যমিক বা সমতুল্য কোন যোগ্যতা এবং শর্টহ্যান্ড টাইপিং স্পিড হতে হবে প্রতি মিনিটে 80 টি শব্দ।
• বয়স সীমা :- 09/07/2021 এর হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স 25 বছর হতে হবে।
৩/ পদের নাম :- টেকনিশিয়ান A (কার্পেন্টার /শীট মেটাল )
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।
• বেতন :- (19,900 – 63,200/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে। সেই সাথে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- 09/07/2021 এর হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স 35 বছর বয়স হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদন ফি :- আবেদন ফি মাত্র 200 টাকা।তপশীল জাতি, তপশিলী উপজাতি ,শারীরিক প্রতিবন্ধী, এবং মহিলা প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।
• আবেদনের শেষ তারিখ :- 11/07/2021
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )-www.ncsm.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► www.ncsm.gov.in/recruitment
tanmaymondalmi@gmail.com
1
(pkoley574@gmail.com) sir Amar akta jobar chub dorkar. My qualifications- HighSccondary Pass BA1str. Contack me 9832375092 Ples sir mera ak job chay sir.
ondrlpl.96@gmail.com
philomenamousumi@gmail.com
riyamondal677@gmail.com
Am interested
somendebnath001@gmail.com
sabaripaul08@gmail.com
somda9819@gmail.com
ska469444@gmail.com
Samitsingham990p@gmail.com
mdshaid8372@gmail.com
I am very poor family. Please sir very important my job.
Please sir apply the application.
Name pran Krishna pak
clo dina bandhu pal
vill po sahora
dist murshidabad
pin 731234
mobile 9547794763