
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন৷ ৩২৬ জন মেডিক্যাল স্টাফ এবং স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে কেএমসি’র তরফে জানানো হয়েছে৷ এই পদগুলিতে রেগুলার এবং পার্ট টাইম ভিত্তিতে নিয়োগ করা হবে৷
এই পদের জন্য ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা কেএমসি’র অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন৷
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- ১. মেডিক্যাল অফিসার – শূন্যপদ ৫০ টি
২. মেডিক্যাল অফিসার (পার্ট টাইম) – শূন্যপদ ৭১ টি
৩. স্টাফ নার্স – শূন্যপদ ২০৫ টি
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৩২৬ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-মেডিক্যাল অফিসার পদের জন্য প্রার্থীকে এমসিআই স্বীকৃত ইনস্টিটিউট থেকে এমবিবিএস হতে হবে৷ নার্স পদের জন্য প্রার্থীদের অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং থাকতে হবে৷
প্রার্থীদের বেতন যথাক্রমে :– মেডিক্যাল অফিসার পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ৬০ হাজার টাকা৷ এই পদে পার্ট টাইম পোস্টের বেতন ২৪ হাজার টাকা৷ নার্স পদের বেতন প্রতি মাসে ২৫ হাজার টাকা৷
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে
********মেডিক্যাল অফিসার পোস্টে ইন্টারভিউয়ের তারিখ ১৭ মে এবং ২৪ মে, ২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- kmc.gov.in.
sudipam51@gmail.com
hridayidutta@gmail.com