
কলকাতা সিটি NUHM সোসাইটিতে বেশ কয়েকটি শূন্য পদে নার্স নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা দ্রুত
আবেদন করুন।
চাকরির জন্য প্রয়োজনীয় বিস্তারিত তথ্য গুলো নিচে দেওয়া হল –
পোস্টের নাম :- স্টাফ নার্স
মোট শূন্য পদের সংখ্যা :- ২০৫ টি
বেতন :- ২৫০০০/- টাকা প্রতি মাসে
বয়স সীমা :- ০১.০৫.২০২১ – এর অনুযায়ী ৪০ এর কম হতে হবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC বয়সের ছার পাবে।
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারী কে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
প্রার্থীরা অবশ্যই ভারতীয় নার্সিং কাউন্সিল /পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত কোন ইনস্টিটিউট থেকে GNM
কোর্স সম্পন্ন হতে হবে।
অথবা
প্রাথিকে BSC নার্সিং কোর্স সম্পন্ন হতে হবে। এবং বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীরা ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত হবে।
আবেদন পত্র জমা দেবার তারিখ-
১২.০৫.২০২১- ১৩.০৫.২০২১
আবেদন পত্র জমা দেবার ঠিকানা-
Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society ”
CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata – 700m3, The sealed envelope should be
submitted in the drop box in front of room no 254, 2nd floor of CMO Bldg.
আবেদন করবার আগে PDF ফাইল ডাউনলোড করুন – PDF FILE