
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা শূন্যপদের বিবরণ জানতে এবং আবেদন করত আগ্রহী তারা জানুন বিস্তারিত। মোট ১২৭টি শূন্য
পদের জন্য নিয়োগ করা হচ্ছে। ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টের মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারীর সর্বনিম্ন বয়স ৩০ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে।
মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থীদের। এরপর ইন্টারভিউ হবে প্রার্থীদের। সমাজ কর্মের সঙ্গে যুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত কর্মীকে মাসিক ৪৫০০ টাকা দেওয়া হবে। এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। আবেদন জানানোর ফর্ম ডাউনলোড করতে হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট – www.kmcgov.in থেকে।