কেন্দ্রীয় Govt চাকরী

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরী,আবেদনের শেষ তারিখ- ১৩/০১/২০২২

Jute Corporation of India Limited এর তরফ থেকে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে –
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
যোগ্যতা বয়স বেতন সংক্রান্ত সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

 

১/ পদের নাম :- একাউন্টেন্ট (ACCOUNTANT)।

• শূন্য পদের সংখ্যা :- 12 টি।

• বেতন :- (20000 — 115000/-) প্রতি মাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- M. Com with Advanced Accountancy and auditing as a special subject with 5 Years’ experience in maintaining commercial accounts including reconciliation and final accounts/experience in handling cash and records. OR B. Com with 7 Years’ experience in maintaining commercial accounts including reconciliation and final account/experience in handling cash and records

 

২/ পদের নাম :- জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট (JUNIOR ASSISTANT)

• শূন্য পদের সংখ্যা :- 11 টি

• বেতন :- (20000 — 115000/-) প্রতি মাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- Graduate or equivalent from a recognized university with experience in using computers (MS word & Excel) and minimum typing speed is 40 wpm in English।

 

৩/ পদের নাম :- জুনিয়ার ইন্সপেক্টর (JUNIOR INSPECTOR)।

• শূন্য পদের সংখ্যা :- 40 টি।

• বেতন :- (20000 — 115000/-) প্রতি মাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- Pass in Class 12 or equivalent with 3 Years’ experience in purchase/sale of raw jute; its grading and assorting / bailing/storage/transportation

• বয়স সীমা :- 01/12/2021 এর হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে।

• সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

• আবেদনের তারিখ :- 24/12/2021 – 13/01/2022

• আবেদন ফি :- উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের আবেদন ফি বাবদ 200/- টাকা দিতে হবে।

 

বয়স সীমা ,যোগ্যতা ওচাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.jutecorp.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *