
Jute Corporation of India Limited এর তরফ থেকে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে –
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
যোগ্যতা বয়স বেতন সংক্রান্ত সমস্ত তথ্য নিচে দেওয়া হল।
১/ পদের নাম :- একাউন্টেন্ট (ACCOUNTANT)।
• শূন্য পদের সংখ্যা :- 12 টি।
• বেতন :- (20000 — 115000/-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- M. Com with Advanced Accountancy and auditing as a special subject with 5 Years’ experience in maintaining commercial accounts including reconciliation and final accounts/experience in handling cash and records. OR B. Com with 7 Years’ experience in maintaining commercial accounts including reconciliation and final account/experience in handling cash and records
২/ পদের নাম :- জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট (JUNIOR ASSISTANT)
• শূন্য পদের সংখ্যা :- 11 টি
• বেতন :- (20000 — 115000/-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- Graduate or equivalent from a recognized university with experience in using computers (MS word & Excel) and minimum typing speed is 40 wpm in English।
৩/ পদের নাম :- জুনিয়ার ইন্সপেক্টর (JUNIOR INSPECTOR)।
• শূন্য পদের সংখ্যা :- 40 টি।
• বেতন :- (20000 — 115000/-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- Pass in Class 12 or equivalent with 3 Years’ experience in purchase/sale of raw jute; its grading and assorting / bailing/storage/transportation
• বয়স সীমা :- 01/12/2021 এর হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে।
• সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
• আবেদনের তারিখ :- 24/12/2021 – 13/01/2022
• আবেদন ফি :- উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের আবেদন ফি বাবদ 200/- টাকা দিতে হবে।
বয়স সীমা ,যোগ্যতা ওচাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.jutecorp.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply