
একাধিক পদে সরকারি চাকরির সুযোগ।DFCCILএর পক্ষ থেকে ১০৭৪ টি শুন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- জুনিয়র ম্যানেজার (Junior Manager)
• শূন্য পদের সংখ্যা :- ১১১ টি।
• বেতন :- (৫০,০০০ – ১,৬০,০০০/-) প্রতি মাসে ।
• বয়স সীমা :- ১.১.২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৮ এর মধ্যে বয়স হতে হবে ।
২/পদের নাম :-এক্সকিউটিভ (Executive)
• শূন্য পদের সংখ্যা :- ৪৪২ টি।
• বেতন :- (৩০,০০০ – ১,২০,০০০/-) প্রতি মাসে ।
• বয়স সীমা :- ১.১.২০২১ অনুযায়ী ১৮ থেকে ৩০ এর মধ্যে বয়স হতে হবে ।
৩/ পদের নাম :- যুনিয়র এক্সকিউটিভ (Junior Executive)
• শূন্য পদের সংখ্যা :- ৫২১ টি।
• বেতন :- (২৫,০০০ – ৬৮,০০০/-) প্রতি মাসে ।
• বয়স সীমা :- ১.১.২০২১ অনুযায়ী ১৮ থেকে ৩০ এর মধ্যে বয়স হতে হবে ।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- ২৩/০৬/২০২১