
West Bengal Police বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ০৫ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- DRIVER
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৫
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- মাধ্যামিক পাশ
বয়সসীমা:- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১১৫০০ টাকা
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- http://wbpolice.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply