
WAPCOS Limited বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল – Adv 5/28/2021/Pers./IT. । আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ০৩ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
১. পোস্টের নাম :- WEB DEVELOPER
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০২
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- MCA/B.E/B.Tech in Computers
Experience: 3 – 4 years
বয়সসীমা:- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
২. পোস্টের নাম :- MOBILE DEVELOPER
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-MCA/B.E/B.Tech in Computers
Experience: 3 – 4 years
বয়সসীমা:- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
সরাসরি ইন্টারভিউ হবে এই ঠিকানাতে – WAPCOS Limited 76-C, Institutional Area, Sector-18,Gurgaon, Haryana-122015
তারিখ- ০৬/০২/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.wapcos.co.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply