
সিকিউরিটি গার্ড পদে ২৪১টি শূন্য আসনে প্রার্থী বাছাই করবে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এর মধ্যে কলকাতায় শূন্য আসন ১৫টি।
এছাড়া দেশের প্রায় প্রতিটি রাজ্যের রাজধানীতে আসন ছড়িয়ে ছিটিয়ে আছেন।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- সিকিউরিটি গার্ড
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ২৪১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-প্রার্থীকে অবশ্যই এক্স-সার্ভিসম্যান হতে হবে। একইসঙ্গে স্বীকৃত রাজ্য সরকারের বোর্ড থেকে মাধ্যমিক (দশম শ্রেণি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
বয়সসীমা:- ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে । ২০২১ সালের ১ জানুয়ারি অনুসারে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে
পার্থী নিয়োগ কীভাবে হবে:- অনলাইন টেস্ট এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://rbidocs.rbi.org.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply