
একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে মোট ৩৪৭৯ জন প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
যোগ্য আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/পদের নাম :- অধ্যক্ষ (Principal)
শূন্য পদের সংখ্যা :- 175 টি।
বেতন :- (78,800 – 2,09,200/-) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- অধ্যক্ষ (Principal) পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি থাকতে হবে ১০ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমা :- 50 বছর।
২/ পদের নাম :- উপাধ্যক্ষ।(Vice Principal)
শূন্য পদের সংখ্যা :-116 টি।
বেতন :- (56100 – 1,77,500/-) প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :-উপাধ্যক্ষ (Vice Principal) পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি থাকতে হবে ৩ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমা :- 40 বছর।
৩/ পদের নাম :-পিজিটি (PGT)
শূন্য পদের সংখ্যা :- 1244 টি।
বেতন :- (47,600 – 1,51,100/-) প্রতি মাসে ।
বয়স সীমা :- 40 বছর।
৪/ পদের নাম :- টিজিটি (TGT)
শূন্য পদের সংখ্যা :- 1944 টি।
বেতন :- (44,900 – 1,42,400/-) প্রতি মাসে ।
বয়স সীমা :- 35 বছর।
আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের সমস্ত ডকুমেন্ট সহ ফরমটি পূরণ করে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ তারিখ :- 31/05/2021
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট(Official website) –
https://tribal.nic.in/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply