কেন্দ্রীয় Govt চাকরী

একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে,আবেদনের শেষ তারিখ :- 31/05/2021

একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে মোট ৩৪৭৯ জন প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
যোগ্য আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/পদের নাম :- অধ্যক্ষ (Principal)
শূন্য পদের সংখ্যা :- 175 টি।
বেতন :- (78,800 – 2,09,200/-) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- অধ্যক্ষ (Principal) পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি থাকতে হবে ১০ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমা :- 50 বছর।

 

২/ পদের নাম :- উপাধ্যক্ষ।(Vice Principal)
শূন্য পদের সংখ্যা :-116 টি।
বেতন :- (56100 – 1,77,500/-) প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :-উপাধ্যক্ষ (Vice Principal) পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি থাকতে হবে ৩ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমা :- 40 বছর।

 

৩/ পদের নাম :-পিজিটি (PGT)
শূন্য পদের সংখ্যা :- 1244 টি।
বেতন :- (47,600 – 1,51,100/-) প্রতি মাসে ।
বয়স সীমা :- 40 বছর।

 

৪/ পদের নাম :- টিজিটি (TGT)
শূন্য পদের সংখ্যা :- 1944 টি।
বেতন :- (44,900 – 1,42,400/-) প্রতি মাসে ।
বয়স সীমা :- 35 বছর।

 

আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের সমস্ত ডকুমেন্ট সহ ফরমটি পূরণ করে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

 

আবেদনের শেষ তারিখ :- 31/05/2021

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট(Official website) –
https://tribal.nic.in/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply 

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *