
National Library of India, Kolkata recruitment of LIS Internsএর পক্ষ থেকে মোট 25 টি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে-
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো
• পদের নাম :- লিস্ ইন্টারস।
শূন্য পদের সংখ্যা :- 25 টি।
বেতন :- (25000/-) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- Master Degree in Library & Information Science or its equivalent on or before
বয়স সীমা :- 16/06/2021 এর সময় অনুযায়ী 35 বছর বয়স হতে হবে।
নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের পারফরম্যান্স অনুযায়ী তাদের সিভি দেখে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই নিজেদের সমস্ত জরুরি ডকুমেন্ট সহ ফরমটি পূরণ করে জমা দিতে হবে।অনলাইনের ক্ষেত্রে ফরমটি নির্দিষ্ট ইমেইলে পাঠাতে হবে এবং অফলাইন এর ক্ষেত্রে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
ইমেইল আইডি – esttsupdt@gmail.com
আবেদনের ঠিকানা :- The Director General National Library Kolkata, Belvedere, Alipore, Kolkata-700027
আবেদনের শেষ তারিখ :- 16/06/2021
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট (official website) – https://www.nationallibrary.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf