
National Institute of Technology (NIT) Durgapur বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ১১ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- NON-TEACHING POSTS
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১১
যে সব পদে নিয়োগ হবে – Superintending Engineer – 1 post
Deputy Librarian – 1 post
Sr. Scientific/ Sr. Technical Officer – 1 post.
Scientific Officer/ Technical Officer – 2 posts.
Assistant Registrar – 2 posts
Senior SAS Officer – 1 post.
SAS Officer – 1 post.
Executive Engineer (Electrical) – 1 post.
Pharmacist – 1 post.
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-বিস্তারিত জানতে নিচে দেওয়া Pdf ফাইল টা ডাউনলোড করুন
বয়সসীমা:- ২৭ থেকে ৫৬ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে টাকা থেকে টাকা প্রতি মাসে
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানাতে আবেদন পত্র পাঠাতে হবে ।
ঠিকানা – Registrar, National Institute of Technology, Mahatma Gandhi Avenue, P.O. – Durgapur, Dist.-Paschim Bardhaman, West Bengal, Pin-713209, on or before 08/01/2021
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ০৮/০১/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- http://www.nitdgp.ac.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf