কেন্দ্রীয় Govt চাকরীপুলিশ / সেনা চাকরী

ভারতীয় কোস্ট গার্ডে চাকরীর জন্য আবেদন করুন

Indian Coast Guard বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ৩৫৮ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

১. পোস্টের নাম :- NAVIK (GENERAL DUTY)

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ২৬০

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-10+2 passed with Maths and Physics from an education board recognized by Council of Boards for School Education (COBSE).

বয়সসীমা:- ১৮ থেকে ২২ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

২. পোস্টের নাম :- NAVIK (DOMESTIC BRANCH)

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৫০

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-10th Class passed from an education board recognized by Council of Boards for School Education (COBSE).

বয়সসীমা:- ১৮ থেকে ২২ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

৩. পোস্টের নাম :- YANTRIK

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৪৮

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-0th class passed from an education board recognized by Council of Boards for School Education (COBSE) and Diploma in Electrical/ Mechanical / Electronics and Telecommunication (Radio/Power) Engineering approved by All India Council of Technical Education (AICTE).

বয়সসীমা:- ১৮ থেকে ২২ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

আবেদন ফি :- ২৫০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফী লাগবে না।
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -০৫/০১/২০২১
আবেদন শেষ – ১৯/০১/২০২১

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://joinindiancoastguard.cdac.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

 

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *