
DH& FWS নন্দীগ্রাম হেলথ মেডিকেল অফিসের তরফ থেকে 10 টি ভিন্ন পদে মেডিকেল অফিসার ও স্পেশালিস্ট ডাক্তার নিয়োগেরএক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে-যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে –
কোনরকম লিখিত পরীক্ষা ছাড়ায় শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
পদের নাম যোগ্যতা বেতন সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল –
১/ পদের নাম :- মেডিকেল অফিসার। (General duty )
শূন্য পদের সংখ্যা :- 4 টি।
বেতন :- ( 40000- 50000 /-) প্রতিমাসে।
যোগ্যতা :- MBBS for medical officer and MD diploma in relevant field for specialist.
২/ পদের নাম :-স্পেশালিস্ট। (medicine )
শূন্য পদের সংখ্যা :- 2 টি।
বেতন :- ( 40000- 50000 /-) প্রতিমাসে।
যোগ্যতা :- MBBS for medical officer and MD diploma in relevant field for specialist
৩/ পদের নাম :-স্পেশালিস্ট।( Anesthesia )
শূন্য পদের সংখ্যা :- 2 টি।
বেতন :- ( 40000- 50000 /-) প্রতিমাসে।
যোগ্যতা :- MBBS for medical officer and MD diploma in relevant field for specialist
৪/ পদের নাম :-স্পেশালিস্ট।(Respiratory Medicine)
শূন্য পদের সংখ্যা :- 2 টি।
বেতন :- ( 40000- 50000 /-) প্রতিমাসে।
যোগ্যতা :- MBBS for medical officer and MD diploma in relevant field for specialist
আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য নিজস্ব সমস্ত জরুরি ডকুমেন্টের জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউর তারিখ :- 25. 05. 2021
ইন্টারভিউ স্থানের ঠিকানা :– office of the CMOH & secretary district Health and family welfare samiti, Nandigram health ,district Nandigram, purba Medinipur- 721631
অফিশিয়াল ওয়েবসাইট(Official website)-https://www.wbhealth.gov.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply