
BSF এর পক্ষ থেকে গ্রুপ সি তে মোট 220 টি শুন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- এসআই (স্টাফ নার্স), এএসআই (অপারেশন থিয়েটার টেকনিশিয়ান), এএসআই (ল্যাবরেটরি টেকনিশিয়ান), সিটি (ওয়ার্ড বয়/ওয়ার্ড গার্ল/আয়া), এইচসি (ভেটেনারি স্টাফ) এবং কনস্টেবল
• শূন্য পদের সংখ্যা :- 220 টি
• বেতন :- (২১,৭০০ – ,১২,৪০০/- ) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ করতে হবে। সেই সাথে প্রার্থীর ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে BSF এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- 26/07/2021
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) – https://bsf.gov.in/Home
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply