
Bhabha Atomic Research Centre (BARC), Nuclear Recycle Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ১৫৬ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
১. পোস্টের নাম :- STIPENDIARY TRAINEE CATEGORY-I (GROUP-B)
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৫০ (জেনারেল-২৩ / ওবিএস- ১৪/ ইডাব্লুএস-০২/এসসি-০৩ / এসটি-০৮ )
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Engineering Diploma in relevant Trades/Disciplines.
For Chemistry – Minimum 60% marks in B.Sc.
বয়সসীমা:- ১৮ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে । ৩১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৬০০০ টাকা থেকে ১৮০০০ টাকা প্রতি মাসে
২.পোস্টের নাম :- STIPENDIARY TRAINEE CATEGORY-II (GROUP- C)
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১০৬ (জেনারেল-৬১ / ওবিএস- ২৯/ ইডাব্লুএস-০৭/এসসি- ০১/ এসটি-০৮ )
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-HSC/ SSC / ITI/ NAC. See detailed advertisement for qualification norms (Link given below)
বয়সসীমা:- ১৮ থেকে ২২ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১০৫০০ টাকা থেকে ১২৫০০ টাকা প্রতি মাসে
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -১৫/১২/২০২০
আবেদন শেষ – ৩১/০১/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://recruit.barc.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply