PSU চাকরী

বিমানবন্দরে চাকরীর জন্য আবেদন করুন

বিমানবন্দরে মোট 15 টি পদে চুক্তিভিত্তিক পার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

১/ পদের নাম :- ম্যানেজার ফিনান্স (Manager Finance)
শূন্য পদের সংখ্যা :- দিল্লি 2 টি কলকাতা 1 টি এবং চেন্নাই 1টি।
বেতন :- (50000/-) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাটার্ড একাউন্ট অথবা কষ্ট একাউন্টিং করতে হবে। পাশাপাশি বিমান শিল্পে কাজ করার সাথে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা :- ফ্রেসার দের জন্য বয়ঃসীমা 28 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণি OBC দের জন্য 3 বছর এবং SC ST জাতির প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে।

২/ পদের নাম :- অফিসার একাউন্ট (Officer account)
শূন্য পদের সংখ্যা :- দিল্লি 2 টি কলকাতা 2 টি, চেন্নাই 2 টি এবং মুম্বাই 1টি।
বেতন :- (32000/-) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :-ইন্টার চার্টার্ড একাউন্ট/ইন্টার কস্ট একাউন্ট, ম্যানেজমেন্ট একাউন্ট এর ওপর এমবিএ কোর্স করতে হবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা :- ফ্রেসার দের জন্য বয়স সীমা 30 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণি OBC দের জন্য 3 বছর এবং SC ST জাতির প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে।

৩/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট একাউন্ট (Assistant account )
শূন্য পদের সংখ্যা :- দিল্লি 2 এবং মুম্বাই 2 টি।
বেতন :- (21000/-) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শিক্ষা থাকতে হবে। এবং কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা :- ফ্রেসার দের জন্য বয়স সীমা 28 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণি OBC দের জন্য 3 বছর এবং SC ST জাতির প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি :-প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের সমস্ত জরুরি ডকুমেন্ট সহ আবেদন ফর্মটি পূরণ করে নির্দিষ্ট ইমেইল আইডি তে পাঠাতে হবে।

ইমেল আইডি :- hrhq.aiasl@ airindia.in
আবেদনের শেষ তারিখ – 01/06/2021

আবেদন ফি :- ফরমের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না শুধুমাত্র ইন্টারভিউর জন্য 500 টাকা জমা দিতে হবে। ex-servicemen ,SC এবং ST দের কোন রকম টাকা লাগবে না।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *