
মাধ্যমিক পাশে রাজ্যে স্বাস্থ্য দপ্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।নিয়োগ করা হবে মালদা জেলাই ইংলিশ বাজার মিউনিসিপল এ । যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো –
• পোস্টের নাম :- হেলথ ওয়ার্কার।(HHW)
• শূন্য পদের সংখ্যা :- ৩৮ টি।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সাথে বিবাহিত হতে হবে।
• বয়স সীমা :- 01/01/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 30 থেকে40 বছরের মধ্যে হতে হবে।
• আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- 30/09/2021 বিকেল 5 টা পর্যন্ত।
• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://www.malda.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
roy262290@gmail.com
roy262290@gmail.com