
উত্তর বঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়, কোচবিহার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ০৫ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
১. পোস্টের নাম :- ELECTRICIAN CUM PUMP OPERATOR
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Secondary/ H.S. with a valid License and having working experience and proficiency in pump operation.
Desirable: ITI pass in relevant trade.
বয়সসীমা:- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১১০০০ টাকা
২. পোস্টের নাম :- HOSTEL ATTENDANT
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :– ০৩
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Class VIII passed
Desirable: Working experience in a Hotel
বয়সসীমা:- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৯০০০ টাকা
৩. পোস্টের নাম :- LIBRARY ASSISTANT
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- H.S. or equivalent examination with Certificate course in Library Science.
Desirable: Knowledge in computer operation/ at least 6 months duration certificate course in computer with knowledge of Library based software.
বয়সসীমা:- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১২০০০ টাকা
আবেদন ফি :- কোন আবেদন ফি লাগবে না
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে সরাসরি ইনন্টার ভিউ দেবার জন্য নিচে দেওয়া ঠিকানাতে উপস্থিত থাকতে হবে ।
ঠিকানা- Academic Building, College of Agriculture, Uttar Banga Krishi Viswavidyalaya, Majhian, P.O. Patiram, Dist. Dakshin Dinajpur, Pin-733133
সময়- সকাল ১০ টা
তারিখ- ১৪/০১/২০২১
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
ইনন্টার ভিউ দিন – ১৪/০১/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.ubkv.ac.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► ১. Pdf ২.Pdf