ব্যাঙ্কে চাকরী

জুনিয়র অ্যাসোসিয়েট পদে ৫০০০ জনকে নিয়োগ করবে SBI ব্যাঙ্ক

SBI ব্যাঙ্ক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।জুনিয়র অ্যাসোসিয়েট পদে ৫০০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতের অন্যতম শ্রেষ্ঠ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ভারতীয় নাগরিকরা ক্লারিকাল ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন ১৭ ই মে, ২০২১ পর্যন্ত। সব মিলিয়ে মোট শূন্যপদ ৫০০০।

 

পোস্টের নাম :- জুনিয়র অ্যাসোসিয়েট

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :– ৫০০০

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক হলেই সে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে। যাঁরা এই বছর স্নাতকের ফাইনাল বর্ষ বা সেমিস্টারের পরীক্ষা দিচ্ছেন তারাও আবেদন করতে পারবেন।
যাঁরা নিয়োগের জন্য সিলেক্টেড হবেন তাদের প্রথমে ৬ মাসের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে।

বয়সসীমা:- ১ এপ্রিল ২০২১ অনুযায়ী বয়স ২০-২৮ বছরের মধ্যে, তারা আবেদন করতে পারবেন।সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়েসে ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- দুটি ধাপের পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রিলিমিনারী ও মেন। প্রিলিমিনারী পরীক্ষা পাশ করার পর মিলবে মেন পরীক্ষায় বসার সুযোগ। মেন পাশ করলে তারপর হবে যে রাজ্যে তারা আবেদন করছেন সেখানকার স্থানীয় ভাষায় পরীক্ষা।
খুব সম্ভবত জুন ২০২১ এ হবে পরীক্ষা।

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://ibpsonline.ibps.in/sbijascapr21/
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

3 Comments

  1. Vill-Purba Mallick Para.P.O- Gossairhat.P.S-Dhupguri. Dist-Jalpaiguri

  2. Vill-Purba Mallick para. P.O-Gossairhat.P.S-Dhupguri. Dist-Jalpaiguri.Pin-735210

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...