রেলে চাকরী

Southern Railway-তে মোট 3378 টি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Southern Railway-তে মোট 3378 টি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গোটা দেশজুড়ে তান্ডব চালাচ্ছে কোভিড-১৯। প্রতিটা দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা। আর এই কারণে করোনার শৃঙ্খল ভাঙতে সরকারকে ফের একবার হাটতে হয়েছে লকডাউনের পথে। নতুন করে আরও একবার বন্ধ হয়েছে দেশের সমস্ত পরিষেবা। এক কথায় বলতে গেলে করোনায় কার্যত ভেঙে পড়েছে চিকিৎসা থেকে অর্থনৈতিক পরিকাঠামো সমস্ত কিছুই। শিক্ষার্থীরাও উদ্বেগের মধ্যে রয়েছে তাদের আগামী ভবিষ্যৎ নিয়ে। তবে কথায় আছে, সমস্ত খারাপের মধ্যেও একটা ভালো কিছু লুকিয়ে থাকে। আর তাই সেই কারণে, এই কঠিন সময়ের মধ্যেও যারা সরকারি চাকরির সন্ধান করছে তাদের জন্য রয়েছে একটি সুখবর। তবে বর্তমানে গোটা ভারতে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
সম্প্রতি জানা যায়, Southern Railway তাদের বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই রেলওয়ে বিভাগে Act Apprentice এর বভিন্ন পদে প্রার্থী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।
যোগ্য আগ্রহ প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।আবেদনের জন্য বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- Carriage Works, Perambur এর অধীনে Carriage & Wagon Works, Perambur, Railway Hospital/Perambur, ELECTRICAL WORKSHOP/PERAMBUR, LOCO WORKS/PERAMBUR, ENGINEERING WORKSHOP/ARAKKONAM, CHENNAI DIVISION –RS/AJJ, CHENNAI DIVISION –RS/AVD, CHENNAI DIVISION –RS/TBM, CHENNAI DIVISION –DSL/TNP, CHENNAI DIVISION –C&W/BBQ, CHENNAI DIVISION –RS/RPM
Central Workshop Golden Rock এর অধীনে Central Workshop Ponmalai, Tiruchirappalli Division, Madurai Division
Signal & Telecommunication Workshop, Podanur এর অধীনে Palghat & S&T Division Podanur, Signal & Telecommunication Podanur, Coimbatore, Trivandrum Division, Palghat Division, Salempur Division

• মোট শূন্য পদের সংখ্যা:- 3378 টি।

 

শিক্ষাগত যোগ্যতা :- Southern Railway এর বিজ্ঞপ্তিতে দেওয়া চাকরির জন্য মাধ্যমিক উত্তীর্ণর সঙ্গে আইটিআই (ITI) ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারবে । এছাড়াও উচ্চ-মাধ্যমিকে পদার্থ বিজ্ঞান (Physics), রসায়ন (Chemistry) এবং জীববিজ্ঞান (Biology) নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য বলে জানানো হয়েছে।

• বয়স সীমা :- ৩০.৬.২০২১ এর মধ্যে ১৫ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে।
• সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।।

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- ৩০/০৬/২০২১

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://sr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4,1618,1796

You may also like

রেলে চাকরী

হাওড়া, লিলুয়া, শিয়ালদহ-সহ পূর্ব রেলে প্রায় ৩০০০ পদে নিয়োগ

ইস্টার্ন রেলওয়েতে নিয়োগের সুযোগ। শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা rrcer.com-এ ...
রেলে চাকরী

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ...

1 Comment

  1. I am interested your job mobile number,8617486469

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *