
দুয়ারে রেশনের জন্য ডিলারশিপ নিতে উৎসাহিত করার পাশাপাশি তাদেরকে লোক নিয়োগের ছাড়পত্রও দিল রাজ্য।
সেই ভিত্তিতেই রাজ্যের সব রেশন দোকানে প্রায় ৪২ হাজার চাকরি হবে।’ পাশাপাশি ডিলারদের লোক নিতে উৎসাহিত করতে দোকানের কর্মচারীদের মাইনের অর্ধেক দেবে রাজ্য|
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, প্রত্যেক রেশন দোকানে ডিলাররা দু’জন করে লোক নিয়োগ করতে পারবেন।
প্রতি মাসে ১০ কোটি মানুষ নির্দিষ্ট দিনে বাড়িতে বসে রেশন পাবেন। পাশাপাশি দুয়ারে রেশনের ডিলারশিপ নিতে ডিলারদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী বলেন, নিজের গাড়িতে রেশন পৌঁছে দিলে ডিলারকে ১ লক্ষ টাকা দেবে রাজ্য।