
রাজ্যের সাব-ডিভিশনাল অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ করা হবে ব্লক লেভেল ফ্যাসিলেটর পদে । চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল – (বিস্তারিত পড়ুন নিচে ↓)
পদের নাম ►)ব্লক লেভেল ফ্যাসিলেটর
শূন্যপদ ►)০১ টি
শিক্ষাগত যোগ্যতা ►) যে কোন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা সঙ্গে মাইনোরিটি কালচার, মাদ্রাসা এবং Wakf matters সম্পর্কে দক্ষতা থাকতে হবে ।
তাছাড়াও সোশ্যাল সেক্টরে দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা ►) ০১/০১/২০২১ সাল ধরে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স কত হবে ।
বেতন প্রতি মাসে►) 10 হাজার টাকা এবং অন্যান্য খাবার হিসাবে সর্বোচ্চ 5 হাজার টাকা দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি►) অফলাইনে এর মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থী সাদা কাগজে আবেদন ফিলাপ করে সেটি প্রিন্ট আউট করে সাব ডিভিশনাল অফিসার ড্রপবক্সে
নির্দিষ্ট তারিখে আগে এ ফরমটি জমা দিতে হবে । এ ফরমটি ডাউনলোড করার লিংক নিচে দেওয়া রইল
নিয়োগের স্থান ►) প্রার্থী নিয়োগ করা হবে নদিয়া জেলা তেহটো দু’নম্বর ব্লকে ।
আবেদনকারীকে অবশ্যই ওই ব্লক এলাকার বাসিন্দা হতে হবে
আবেদন করার শেষ তারিখ►) ০৪/১০/২০২১ বিকেল পাঁচটা পর্যন্ত
অফিসিয়াল ওয়েবসাইট(Official Website)-http://nadia.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ►) Pdf File