
Office of the District Magistrate, Paschim Medinipur, District Child Protect Unit বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ১৭ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
১. পোস্টের নাম :- OFFICE IN CHARGE
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-LLB or Master Degree in Psychology/ Social Work/ Social Science.
Diploma in Computer Operation
Experience: 3 yrs in the relevant field.
বয়সসীমা:- ২৭ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২৫০০০ টাকা
২. পোস্টের নাম :- COUNSELLOR
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৪
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Master Degree in Psychology/ Social Work/ Social Science and knowledge in computer operation
Experience: 2yrs in the field
বয়সসীমা:-২৪ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৭৫০০ টাকা
৩ .পোস্টের নাম :- CHILD WELFARE OFFICER/ CASE WORKER/ PROBATION OFFICER
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৪
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Graduate in Psychology/ Social Work/ Social Science and knowledge in Computer Operation & child Psychology.
Experience: 3yrs in the field.
বয়সসীমা:- ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৭৫০০ টাকা
৪. পোস্টের নাম :- STORE KEEPER CUM ACCOUNTANT
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Graduate in commerce. Knowledge in computer. Accountancy (Hons) will get weightage.
বয়সসীমা:- ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৪০০০ টাকা
৫. পোস্টের নাম :- HOUSE MOTHER (RESIDENTIAL)
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৫
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-H.S. or equivalent.
N.B: Only Inmates of CCI/ Homes are eligible to apply for this post
বয়সসীমা:- ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১১০০০ টাকা
৬. পোস্টের নাম :- PARA MEDICAL STAFF (NURSE)
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-H.S & Diploma in Nursing/ Pharmacy
Experience: 3 years in the field
বয়সসীমা:- ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৯০০০ টাকা
৭. পোস্টের নাম :- HELPER (RESIDENTIAL)
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-M.P. or equivalent (Class VIII pass for Home inmates only)
N.B: Only Inmates of CCI/ Homes will apply for this post.
বয়সসীমা:-১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৬০০০ টাকা
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- http://www.paschimmedinipur.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply