পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য চাইল্ড হোমে  গ্রুপ  সি ও গ্রুপ ডি পদে লোক নিয়োগ

রাজ্য চাইল্ড হোমে  গ্রুপ  সি ও গ্রুপ ডি পদে মোট 15 টি শূন্যস্থানে চুক্তিভিত্তিক পার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- ম্যানেজার/ কো-অর্ডিনেটর
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (19,500/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর/ কম্পিউটার অপারেটর ডিপ্লোমার সঙ্গে সোশ্যাল ওয়ার্ক। চাইল্ড ওয়েলফেয়ার কাউন্সিলিংয়ের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা।
• বয়স সীমা :- পার্থীর বয়স 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

 

২/ পদের নাম :- নার্স।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (12,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা সেইসাথে নার্সিং ডিপ্লোমা থাকতে হবে, এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- পার্থীর বয়স 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

 

৩/ পদের নাম :- আয়া ।
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।
• বেতন :- (12,000/-) প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা সেইসাথে অষ্টম শ্রেণী পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং সমগোত্রীয় কোন জায়গায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- পার্থীর বয়স 21 থেকে 50 বছরের মধ্যে হতে হবে।

 

৪/ পদের নাম :- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (19,500/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর/ কম্পিউটার অপারেটর ডিপ্লোমার সঙ্গে সোশ্যাল ওয়ার্ক। চাইল্ড ওয়েলফেয়ার কাউন্সিলিংয়ের ও চাইল্ড ডেভেলপমেন্ট এ কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা।

 

 

৫/ পদের নাম :- স্টোর কিপার কাম একাউন্টেন্ট । এই ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (15,400/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- কমার্স/ একাউন্ট বিষয়ে স্নাতক এবং কম্পিউটার অপারেটরে তিন বছরের অভিজ্ঞতা।

 

৬/ পদের নাম :- প্যারা মেডিকেল স্টাফ।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (12,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- উচ্চ মাধ্যমিক পাস এবং নার্সিং ফার্মেসিতে ডিপ্লোমা এবং সমগোত্রীয় কোন জায়গায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

 

৭/ পদের নাম :- হাউস মাদার।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (12,100/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- উচ্চ মাধ্যমিক পাস এবং চাইল্ড কেয়ার প্রোগ্রাম ইনস্টিটিউশনে চাইল্ড কেয়ার নিয়ে অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা।
• বয়স সীমা :- উপরিউক্ত পদগুলির জন্য প্রার্থীর বয়স 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

 

৮/ পদের নাম :- বেঞ্জ ক্লার্ক ।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (14,700/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- উচ্চ মাধ্যমিক পাস ।

 

৯/ পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (11,880/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস ।

 

১০/পদের নাম :- কাউন্সিলর।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (10,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- সাইকোলজিতে স্নাতক।

 

১১/পদের নাম :- অর্ডারলিস্
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (7,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাস।

 

১২/ পদের নাম :- নাইট গার্ড।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (7,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাস।

 

• বয়স সীমা :- উপরিউক্ত পদগুলির জন্য প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ফরমেটে অ্যাপ্লিকেশন করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট সহ কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে অনলাইনে নির্দিষ্ট একটি ইমেইল আইডি তে পাঠাতে হবে।

• ইমেইল আইডি :-dswocoochbehar@gmaail.com

• আবেদনের তারিখ ও সময় :- 25/06/2021 বিকেল 5 টা পর্যন্ত।

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website)-http://coochbehar.nic.in/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...