
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড এর পক্ষ থেকে মোট 13 টি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে –
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।যোগ্যতা বয়স বেতন সংক্রান্ত সমস্ত তথ্য নিচে দেওয়া হল।
১/ পদের নাম :- প্রফেসর ( Professor )
বিস্তারিত :- ট্রেড অপারেশন, অ্যান্ড লজিস্টিস ,ইনফরমেশন টেকনোলজি, মার্কেটিং ফাইন্যান্স
শূন্য পদের সংখ্যা :- 4 টি।
বেতন :- ( 60000 – 250000/-) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- post graduate
২/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant professor)
বিস্তারিত :- ফাইন্যান্স, ইনফরমেশন টেকনোলজি কোয়ান্টিটাইভ টিচনিকিউস ট্রেড অপারেশন এন্ড লজিস্টস ।
শূন্য পদের সংখ্যা :- 9 টি
বেতন :- ( 60000 – 250000/-) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- post graduate
আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ তারিখ :- 26/06/2021
অফিশিয়াল ওয়েবসাইট (official website)-https://tedu.iift.ac.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply