পুলিশ / সেনা চাকরী

গ্রুপ-সি পদে নিয়োগ

এ এস সি ইউনিট অফ 71 সাব এরিয়া তে মোট 42 টি পদে কর্মী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে –
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য গুলি নিচে দেওয়া হল : –

১*পদের নাম :- সিভিলিয়ান মোটর ড্রাইভার (Civilian motor driver)
শূন্যপদ সংখ্যা :- 27 টি ।
বেতন :- (18000 – 45000 /-) প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :- Class 10 pass and must posses Civilian Driving licence for heavy vehicles and two years of driving experience.
বয়স সীমা :- 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।

২* পদের নাম :- ভিহিক্যাল মেকানিক (Vehicle mechanic )
শূন্যপদ সংখ্যা :- 1 টি ।
বেতন :- (18000 – 45000 /-) প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :-Class 10 pass and one year experience of heavy vehicle mechanic
বয়স সীমা :- 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

৩* পদের নাম :- ফায়ারম্যান (Fireman)
শূন্যপদ সংখ্যা :- 3 টি ।
বেতন :- (18000 – 45000 /-) প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :- Class 10 pass and must be physically fit. Knowledge in principles of fire fighting. See detailed advt
বয়স সীমা :- 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

৪* পদের নাম :- লেবার ( Labourer)
শূন্যপদ সংখ্যা :- 10 টি ।
বেতন :- (18000 – 45000 /-) প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :- Class 10 pass ।
বয়স সীমা :- 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

৫* পদের নাম :- কার্পেন্টার (Carpenter )
শূন্যপদ সংখ্যা :- 1 টি ।
বেতন :- (18000 – 45000 /-) প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :- Class 10 pass ।
বয়স সীমা :- 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুইটি মাধ্যমে আবেদন করতে পারবে। অফ্লাইন এর ক্ষেত্রে আবেদনপত্রসহ ফরমটি পূরণ করে একটি খামে বন্ধ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে।এবং অনলাইনের ক্ষেত্রে অনলাইনে ফরমটি পূরণ করে একটি পিডিএফ ফাইল তৈরি করে নির্দিষ্ট ইমেইলে পাঠাতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : – 12/06/2021

আবেদন জমা দেওয়ার ঠিকানা :- Reception Centre (Recruitment Cell) 5471 ASC Battalion (MT) Near Barfani Mandir Opposite SD College, Pathankot Cantt (Punjab)-145001

নিয়োগ পদ্ধতি :- প্রার্থী লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার দ্বারা নিয়োগ

 

নিয়োগ পদ্ধতি :- প্রার্থী লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার দ্বারা নিয়োগ করা হবে।

 অফিশিয়াল ওয়েবসাইট (official website)-https://www.mod.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...