চাকরীর খবর

মাধ্যামিক পাসে চাকরী ,বেতন ১২ হাজার-দ্রুত করুন আবেদন

চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন সংস্থা ফ্লিপকার্ট।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- ডেলিভারি বয়, অফিস স্টাফ, অফিস অ্যাটেন্ডান্ট সহ একাধিক পদে লোক নিয়োগ

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-আবেদনকারী ব্যক্তিকে কোনও অনুমোদিত বোর্ড থেকে ক্লাস ১০ পাশ করতে হবে।একই সঙ্গে আবেদনকারীর বাইক ও ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু অবশ্যই দরকার।কারণ ডেলিভারি ব্য হিসেবে কাজ করতে গেলে বাইক ও ড্রাইভিং লাইসেন্স থাকা দরকারি।
যদিও যদি কেউ অফিস স্টাফ, অফিস অ্যাটেন্ডান্ট পদে যোগদান করতে চান, সেক্ষেত্রে এইদুটির প্রয়োজন নেই।

 

বয়সসীমা:-২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন ১২ হাজার হবে, পরে বেতন বাড়বে।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.flipkartcareers.com/

 

You may also like

22 Comments

  1. majisubhankar902@gmail.com
    Address. Debhog,kismat sibramngar,

  2. majisubhankar902@gmail.com
    Address. Kismat sibramnagar

    1. Fulia, nadia

  3. No

    1. Reply
      Name- Amit Sardar, Vill-Kamdebnagar,Po-Baharu,Ps-Joynagar,District south 24 Pargana pinnumbr-743372,Phonenuber-9563229912

  4. Application process ta plz balo step by step

  5. Dalimpur, falakata, Alipur duar

  6. Haldia/ monajasari/ Jagannath chak/
    Surajit sahoo

  7. Applying for jobs

  8. Reply
    Name- Amit Sardar, Vill-Kamdebnagar,Po-Baharu,Ps-Joynagar,District south 24 Pargana pinnumbr-743372 ,saramitdar0777@gmail.com

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

চাকরীর খবর

SSC প্রায় 15 হাজার নিয়োগ করবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ,আগামী দুই মাসের মধ্যে ...
চাকরীর খবর

নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করুন , ১০ হাজার টাকা করে পাবেন

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাই পাস করেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন ...