
আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে। মোট ৭ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে , যা ভবিষ্যত এ প্রার্থীদের কাজের ওপর নির্ভর করে বাড়ানো যেতে পারে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইট এ।
শিক্ষাগত যোগ্যতা , বেতন , আবেদনের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া আছে –
১. পোস্টের নাম : – CRITICAL CARE TECHNICIANS
মোট শুন্য পদের সংখ্যা : – ৫ টি
বেতন : – ১৭২২০ /- প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা : – 10+2 passed or it’s equivalent with Physics Chemistry and Biology and 2 year Diploma in critical care technology.
২. পোস্টের নাম : – LABORATORY TECHNICIANS .
মোট শুন্য পদের সংখ্যা : – ২ টি
বেতন : – ১৭২২০ /- প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা : – 10+2 passed or it’s equivalent with Physics Chemistry and Biology and Graduated in Madical Laboratory Technology ( B. SC. ML) or Diploma in Madical Technology ( DMLT)
নিয়োগ পদ্ধতিঃ-ইচ্ছুক যোগ্যতাসম্পন্ন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে। যে এইখানে সম্পন্ন কোন রকম পরীক্ষা ছাড়াই,ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউ ইন্টারভিউ ডেট ও তারিখ স্থান বিস্তারিত নিচে দেওয়া হলো
ইন্টারভিউ স্থান:- Chamber of the Chief Medical Office of Health, Alipurduar
ইন্টারভিউ তারিখ:- 17.05.2021
ইন্টারভিউ সময়:- (Reporting Time) 11.00 Am to 12.00 Noon
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.wbhealth.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf