পশ্চিমবঙ্গের চাকরী

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে লোক নিয়োগ

 

District Health and Family Welfare Samiti, Hooghly বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ০৩ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

১. পোস্টের নাম :- COOK CUM CARE TAKER

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১ (জেনারেল)

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-HS Passed & Good command in local Language. Must know all types of cooking. Residence within Five Kilometers from Kamarpukur NRC is mandatory.

বয়সসীমা:- ২০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৮০০০ টাকা

 

২. পোস্টের নাম :- NRC ATTENDANT

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০২ (জেনারেল-০১ / ওবিএস-০১)

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- HS Passed & Good command in local Language. Residence within Five Kilometers from Kamarpukur NRC is mandatory.

বয়সসীমা:- ২০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৫০০০ টাকা

 

আবেদন ফি :- ১০০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা আবেদন ফি লাগবে ।
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানাতে আবেদন পত্র পাঠাতে হবে –
ঠিকানা- Office of the CMOH, Burra Bazar, DRS Building Campus, Chinsurah, Hooghly Pin 712701, on or before 27/01/2021

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ২৭/০১/২০২১

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.wbhealth.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf

 

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...