
Chief Medical Officer of the Health Alipurduar and District Health & Family Welfare Samiti, Alipurduar
বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ০৭ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা যারা আবেদন করতে চান তাঁরা সরাসরি নিচে দেওয়া ঠিকানাতে ইন্টারভিউ দেবার জন্য যোগাযোগ করতে পারেন।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
১. পোস্টের নাম :- CRITICAL CARE TECHNICIANS
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৫ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-10+2 passed or its equivalent with Physics, Chemistry and Biology And 2 years Diploma in Critical care technology OR Bachelor’s Degree in Critical care technology
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৭২২০ টাকা
২.পোস্টের নাম :- LABORATORY TECHNICIANS
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০২ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- 10+2 or its equivalent passed with Physics, Chemistry and Biology and Graduate in Medical Laboratory Technology (B.Sc. MLT) OR Diploma in Medical Laboratory Technology (DMLT)
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৭২২০ টাকা
আবেদন প্রক্রিয়া :- যারা আবেদন করতে চান তাঁরা সরাসরি নিচে দেওয়া ঠিকানাতে ইন্টারভিউ দেবার জন্য যোগাযোগ করতে পারেন।
ঠিকানা- Chamber of the Chief Medical Officer of Health, Alipurduar
ইন্টারভিউ তারিখ- ১৭/০৫/২০২১
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
ইন্টারভিউ তারিখ- ১৭/০৫/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.wbhealth.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
Islamshariful97021@gmail.com