
ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের 16 টি পদে কর্মী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
বয়স যোগ্যতা বেতন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিত দেওয়া হল :-
• পদের নাম : – ডিউটি মেডিকেল অফিসার (Duty medical officer)
শূন্য পদের সংখ্যা :- 4 টি ।
বেতন :- (60000/-) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- এমবিবিএস সাথে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
*পদের নাম : -নার্সিং স্টাফ (Nursing staff)
শূন্য পদের সংখ্যা :- 2 টি ।
বেতন :- (25000/-) প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা :- বিএসসি নার্সিং অথবা জিএনএম কোর্স করতে হবে।
*পদের নাম : -জেনারেল ডিউটি এটেনডেন্ট (General duty attendant) ।
শূন্য পদের সংখ্যা :- 10 টি ।
বেতন :- ( 10000 /-) প্রতি মাসে ।
শিক্ষাগত যোগ্যতা :- কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে সেই সাথে এ কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে St. John’s Ambulance অ্যাসোসিয়েশন থেকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের সমস্ত জরুরি ডকুমেন্ট সহ নির্দিষ্ট স্থানে কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে পাত্রী নিয়োগ করা হবে।
ইন্টারভিউর তারিখ :- 28/05/2021 শুক্রবার সকাল এগারোটা।
ইন্টারভিউর স্থান :- the office cantonment board, Barrackpore, Kolkata – 700120 ।
অফিশিয়াল ওয়েবসাইট (official website)- http://apsbolarum.edu.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply