
DRDO-Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS)এর তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগেরএক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে –
চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল –
• পদের নাম ও শূন্য পদের সংখ্যা :- DRDO রিসার্চ ফেলো (RA)
১/ লাইফ সাইন্স – 1
২/ কেমিস্ট্রি – 1
৩/ ফার্মা – 1
• পদের নাম ও শূন্য পদের সংখ্যা :- DRDO জুনিয়ার রিসার্চ ফেলো(JRF)
১/ কেমিস্ট্রি – 2
২/ সাইন্স – 2
৩/ ফার্মা – 1
৪/ ফিজিকস – 1
• বেতন :- (30000 — 60000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Post Graduate/Master Degree
• বয়স সীমা :- উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 28 থেকে 35 এর মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা নিজেদের আবেদনপত্র ইমেইলের মাধ্যমে নির্দিষ্ট স্থানে পাঠাতে হবে।
• ইমেইল আইডি :- inmasrf@gmail.com
• নিয়োগ পদ্ধতি :- উক্ত পদের জন্য যোগ্য প্রার্থী অনলাইন বেস্ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.drdo.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf