ব্যাঙ্কে চাকরী

ব্যাংকে 5830 শূন্য পদে প্রার্থী নিয়োগ

দেশের বিভিন্ন ব্যাংকে 5830 শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিভিন্ন তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :-

ক্লার্ক।

 

• শূন্য পদের সংখ্যা :-

5830 টি।

 

• শিক্ষাগত যোগ্যতা :-

ভারত সরকার স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সহকারি ভাষায় লিখতে পড়তে ও বলতে জানতে হবে। কম্পিউটারের কাজ কর্ম, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ডিপ্লোমা, ডিগ্রি করে থাকতে হবে। অথবা হাই স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে হবে।

 

• বয়স সীমা :-

02/07/1993 থেকে 01/07/2021 পর্যন্ত প্রার্থীর বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।

 

• আবেদন পদ্ধতি :-

যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করে সেইসাথে স্ক্যান করা ফটোকপি, সই, এবং বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ আপলোড করতে হবে।

 

•আবেদনের শেষ তারিখ :-

01/08/2021

 

• আবেদন ফি :-

আবেদন ফি বাবদ 850 টাকা দিতে হবে। তপশীল জাতি/উপজাতি/প্রতিবন্ধী/ও প্রাক্তন সেনা কর্মীদের জন্য আবেদন ফি বাবদ 175 টাকা লাগবে।

 

• নিয়োগ পদ্ধতি :-

যথাযথ দুটি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা ও মেন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।

 

• প্রিলিমিনারী পরীক্ষার মোট নম্বর থাকবে –

100 (ইংরেজি – 30, নিউমেরিক্যাল এবিলিটি – 35, রিজনিং এবিলিটি – 35 নম্বর)
• মেন পরীক্ষার মোট নম্বর থাকবে – 200 ।( জেনারেল/ ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস – 50, জেনারেল ইংলিশ – 40, রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড – 60, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড -50 নম্বর ) ।

 

• পরীক্ষা কেন্দ্র :-

পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোল ,দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণীয় ও শিলিগুড়ি।

 

 

• পরীক্ষার তারিখ :-

প্রিলিমিনারি পরীক্ষা হবে – 28/08/2021, 29/08/2021, 04/09/2021
মেন পরীক্ষা হবে – 31/10/2021

 

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://www.ibps.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...