ব্যাঙ্কে চাকরী

মাধ্যমিক পাশের রাজ্যের পোস্ট অফিস গুলিতে চাকরী

মাধ্যমিক পাশের রাজ্যের পোস্ট অফিস গুলিতে একাধিক শূন্য পদে প্রার্থী নিয়োগে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- ডাইরেক্ট এজেন্ট।

 

• বেতন :- এই পদের ক্ষেত্রে নির্দিষ্ট কোন পারিশ্রমিক নেই। ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন ইন্সুরেন্স ও পলিসি বিক্রি করলে নির্দিষ্ট হারে কমিশন পাবেন। এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বেতন না থাকলেও পলিসি বিক্রির হার বেশি হলে কমিশনের হার ও বেশি হবে।

 

• শিক্ষাগত যোগ্যতা :- এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া লাইফ ইন্সুরেন্স পলিসি, মার্কেটিং স্কিল সম্পর্কে, ও কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে।

 

• বয়স সীমা :- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 18 থেকে 50 এর মধ্যে হতে হবে।

 

• আবেদন পদ্ধতি :- এক্ষেত্রে প্রার্থীকে কোনরকম আলাদাভাবে আবেদন করতে হবে না নিজেদের সমস্ত জরুরি ডকুমেন্ট সহ ইন্টারভিউর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।

 

• নিয়োগ পদ্ধতি :- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে পাত্রী নিয়োগ করা হবে।

 

• ইন্টারভিউতে প্রয়োজনীয় ডকুমেন্টস :-
বায়ো ডাটা ।
*বয়সের প্রমাণপত্র।
* শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
* প্যান কার্ড।
* অভিজ্ঞতার সার্টিফিকেট।
• ইন্টারভিউ স্থান, তারিখ ও সময় :-
• পূর্ব কলকাতা ডিভিশন :- 17/08/2021 দুপুর 12 টা।
East Kolkata division, Kolkata, 700164

• বারাসাত ডিভিশন :- 23/08/2021 – 27/08/2021 দুপুর 12 টা।
Barasat division, Barasat, Kolkata, 700124

• নদীয়া দক্ষিণ ডিভিশন :- 24/08/2021 – 27/08/2021 দুপুর 12 টা।
Nadia South division , B – 16, Postal Quarter, Kalyani, Nadia, 741235

• কোচবিহার ডিভিশন :- 16/08/2021 সকাল 11 টা।
O/o the superintendent of post office, 1st floor, Cooch behar head post office, Cooch Behar 736101

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...