
পরীক্ষা ছাড়াই ভারতীয় ডাক বিভাগে মোট ২৪৮৮ শূন্যপদে পার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হলো –
• পদের নাম :- মহারাষ্ট্র গ্রামীণ ডাক সেবক।
• শূন্য পদের সংখ্যা :- ২৪৮৮ টি।
• নিয়োগের স্থান :- এই নিয়োগ প্রক্রিয়াধীন ঔরঙ্গাবাদ (Aurangabad), বিদ (Beed), ভূসাভাল (Bhusaval), ধুলি (Dhuli), জলগাঁও (Jalgaon), নন্দের (Nanded), ওসমানাবাদ (Osmanabad), ফারওয়ানিয়া (Farwaniya), আরএমএস এল ডিএন ভূসাওয়াল (RMS L DN Bhusawal), কোলহাপুর (Kolhapur), রত্নগিরি (Ratnagiri), আরএমএস বিএম ডিএন মিরাজ (RMS BM DN Miraj), সাঙ্গালি (Sangali), সিন্ধুদুর্গ (Sindhudurg), মুম্বই পূর্ব (Mumbai East), মুম্বই উত্তর পশ্চিম (Mumbai North West), মুম্বই দক্ষিণ (Mumbai South), আকোলা (Akola), অমরাবতী (Amaravathi), বুলদানা (Buldhana), চন্দ্রপুর (Chandrapur), নাগপুর সিটি (Nagpur City), নাগপুর তহসিল (Nagpur Tehsil), ওয়ারধা (Wardha), যবত্মাল (Yavatmal), মালেগাঁও (Malegaon), নাসিক (Nasik), নভি মুম্বই (Navi Mumbai), পালগড় (Palghar), রায়গড় (Raigarh), থানে (Thane), আহমেদনগর (Ahmednagar), পান্ধারপুর (Pandharpur), পুণে সিটি পশ্চিম (Pune City West), পুণে সিটি পূর্ব (Pune City East), পুণে মফস্বল (Pune Moffusil), সাতারা (Satara), শ্রীরামপুর (Srirampur) ও সোলাপুর (Solapur) ও গোয়া (Goa)
• বেতন :- (১০,০০০ – ১৪,৫০০ /-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণি পাস হতে হবে। দশম শ্রেণিতে গণিত, স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পাস নম্বর থাকতে হবে। এছাড়াও, স্থানীয় ভাষার জ্ঞান বাধ্যতামূলক হওয়া উচিত।
• বয়স সীমা :- 18 থেকে 40 বছর বয়স হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্যতা আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- ১০/০৬/২০২১
• আবেদন ফ্রি :- UR/OBC/EWS পুরুষ/ট্রান্স ম্যান এদের ক্ষেত্রে আবেদন ফি হিসাবে দিতে হবে ১০০ টাকা। সমস্ত মহিলা এবং SC/ST-দের কোনও ফি দিতে হবে না।
এই ঠিকানাতে আবেদন করুন – (Official website) – https://appost.in/gdsonline/Home.aspx
ashadabibi@gmail.com