
গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ।
তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশে এবং দিল্লি পোস্টাল সার্কেলে সেই নিয়োগ করা হবে।
তেলাঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সার্কেলে শূন্যপদের সংখ্যা যথাক্রমে ১,১৫০ এবং ২,২৯৬। দিল্লি সার্কেলে ২৩৩ জনকে নিয়োগ করা হবে। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী প্রার্থীদের ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:- 1. রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অনুমোদিত কোনও বোর্ড থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রয়োজন আছে। সঙ্গে অঙ্ক, স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পাশ করতে হবে। কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত প্রার্থীদের স্থানীয় ভাষা পড়তে হবে।
2. স্বীকৃত বোর্ড থেকে ৬০ দিনের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট।
3. যে প্রার্থীদের দশম, দ্বাদশ বা পরবর্তী সময়ে পড়াশোনায় কম্পিউটার বিষয় ছিল, তাঁদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে না।
আবেদন ফি :- অসংরক্ষিত বা অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে।
মহিলা, তফসিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
আবেদন প্রক্রিয়া-) আবেদনের জন্য appost.in সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন।
তারপর অনলাইনে আবেদন ফি জমা দিন। অফলাইনেও ফি জমা দেওয়া যাবে। তবে তা শুধুমাত্র হেড পোস্ট অফিসে।
তারপর ‘Apply Online’ ক্লিক করুন।ক্লিক করবার পর প্রয়োজনীয় নথি আপলোড করুন।
তারপর নিজের পছন্দের ডাকঘর নির্বাচন করুন।শেষে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করুন।