পুলিশ / সেনা চাকরী

ভারতীয় নৌবাহিনীতে লোক নিয়োগ

ভারতীয় নৌবাহিনীতে 230 টি গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম ও শূন্য পদের সংখ্যা :-
১/ কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট – 20 টি।

২/ ইলেকট্রিকান – 18 টি।

৩/ ইলেকট্রনিক্স মেকানিক – 5 টি।

৪/ টুর্নের – 6 টি।

৫/ ওয়েল্ডার – 8 টি ।

৬/ ইন্সট্রুমেন্ট মেকানিক – 3 টি।

৭/ ফাউন্ডেনম্যান – 1 টি।

৮/ শীট মেটাল ওয়ার্ক – 11 টি।

৯/ ইলেকট্রিক্যাল ইউন্ডার – 5 টি।

 

১০/ কেবিল জয়েন্টার – 2 টি।

১১/ সিক্রেট অ্যাসিস্ট্যান্ট – 2 টি।

১২/ ইলেক্ট্রোপলিটার – 6 টি।

১৩/ প্লাম্বার – 6 টি।

১৪/ ফার্নিচার এন্ড কেবিনেট মেকার – 7 টি।

১৫/ মেচানিক ডিসেল – 17 টি ।

১৬/ মেচানিক – 1 টি।

১৭/ মেরিন ইঞ্জিনিয়ার ফিটার – 5 টি।

১৮/ বুক বাইন্ডার – 4 টি।

১৯/ টেইলার – 5 টি।

২০/ শিপরাইট (Steel) – 4 টি ।

২১/ পাইপ ফিটার – 4 টি।

২২/ রিগার – 3 টি।

২৩/ শিপরাইট (Wood) – 14 টি।

২৪/ মেকানিক কমিউনিকেশন ইকুইপমেন্ট মেইনটেন্স – 3 টি।

২৫/ অপারেটর মেটেরিয়াল হ্যান্ডেলিং এট র ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং প্লান্ট – 3 টি।

২৬/ টুল অ্যান্ড ডাই মেকার – 1 টি।

২৭/ CNC প্রোগ্রামার কাম অপারেটর – 1 টি ।

২৮/ ড্রাইভার কাম মেকানিক – 2 টি ।

২৯/ পেইন্টার – 9 টি।

৩০/ TIG/ MIG ওয়েল্ডার – 4 টি।

৩১/ পাম্প অপারেটর কাম মেকানিক – 3 টি।

৩২/ এনগ্রাভের – 1 টি।

৩৩/ পেইন্টার – 2 টি।

৩৪/ মেকানিক রেডিও এন্ড রাডার এয়ারক্রাফট – 5 টি।

৩৫/ মেকানিক – 5 টি।

৩৬/ ইলেকট্রিকান – 5 টি।

 

• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীদের অন্তত 50 শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে 65 শতাংশ নম্বর পেয়ে ITI পাশ করে থাকতে হবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে।
• আবেদনের শেষ তারিখ :- 01/10/2021

• আবেদনের ঠিকানা :- The Admiral Superintendent (for Officer-in-Charge), Apprentices Training School

 

• নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের দশম শ্রেণি ও ITI পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...